ফায়ারফক্স (বাংলা-বাংলাদেশ) / Firefox (Bangla-Bangladesh)
ফায়ারফক্স (বাংলা-বাংলাদেশ)
অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা (অঙ্কুর বাংলাদেশ) মজিলা ফায়ারফক্সে "বাংলা-বাংলাদেশ" এর (খসড়া) অনুবাদ প্রাথমিক ভাবে প্রবেশ [০] করাতে পেরেছি। কিন্তু অফিসিয়াল স্ট্যাটাস পাওয়ার জন্য এখনো বেশ কিছু কাজ করা প্রয়োজন। অনুগ্রহ করে আপনারা আমাদের নিচের তথ্যগুলো দিয়ে সাহায্য করুন:
ক) জনপ্রিয় বাংলা সার্চ ইঞ্জিন: en-US এর জন্য স্বাভাবিক ভাবে, Google, Yahoo, Amazon, Answers, CC, eBay, Wikipedia অপশন থাকে। আমাদেরকে বাংলাদেশের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলোর তালিকা দিতে হবে।
খ) জনপ্রিয় বাংলা সংবাদের RSS Feed: en-US এর জন্য স্বাভাবিক ভাবে, bbc news দেয়া থাকে। যেমন: বিডিনিউজ২৪.কম এর বাংলা ফিড [১]।
গ) প্রাথমিক ভাবে ইন্টারনেটের কিছু তথ্য যা বাংলাদেশের সম্পূরক হবে। আপনারা "বাংলা-ভারত" এর মজিলা ফায়ারফক্স পাতাটি [২] দেখলে আন্দাজ করতে পারবেন। কিছু লিংক সরাসরি সে দেশ ভিত্তিক দেয়া আছে।
ঘ) বাংলাদেশ সম্পর্কিত আরও লিংক জানা থাকলে উল্লেখ করুন বিবিধ ঘরে।
উপরে উল্লেখিত বিভাগ গুলোর জন্য আপনাদের সুচিন্তিত মতামত অতি শীঘ্রই প্রয়োজন।
পুনশ্চ: প্রাথমিক ভাবে করা অনুবাদে অনেক ভুল ত্রুটি আপনাদের চোখে পরবে। আমরা সেগুলো নিয়েও কাজ করবো।
[০] http://ftp.mozilla.org/pub/mozilla.org/firefox/nightly/latest-mozilla-1.9.1-l10n/
[১] http://rss.bdnews24.com/rss/bangla/home/rss.xml
[২] http://bn-in.www.mozilla.com/bn-IN/firefox/central/
আমরা http://www.ankur.org.bd
মূল লিঙ্ক
http://spreadsheets.google.com/viewform?formkey=cFhPY3pNZ1JqVDRqRjdLZEZzYm9pUFE6MA..
অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা (অঙ্কুর বাংলাদেশ) মজিলা ফায়ারফক্সে "বাংলা-বাংলাদেশ" এর (খসড়া) অনুবাদ প্রাথমিক ভাবে প্রবেশ [০] করাতে পেরেছি। কিন্তু অফিসিয়াল স্ট্যাটাস পাওয়ার জন্য এখনো বেশ কিছু কাজ করা প্রয়োজন। অনুগ্রহ করে আপনারা আমাদের নিচের তথ্যগুলো দিয়ে সাহায্য করুন:
ক) জনপ্রিয় বাংলা সার্চ ইঞ্জিন: en-US এর জন্য স্বাভাবিক ভাবে, Google, Yahoo, Amazon, Answers, CC, eBay, Wikipedia অপশন থাকে। আমাদেরকে বাংলাদেশের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলোর তালিকা দিতে হবে।
খ) জনপ্রিয় বাংলা সংবাদের RSS Feed: en-US এর জন্য স্বাভাবিক ভাবে, bbc news দেয়া থাকে। যেমন: বিডিনিউজ২৪.কম এর বাংলা ফিড [১]।
গ) প্রাথমিক ভাবে ইন্টারনেটের কিছু তথ্য যা বাংলাদেশের সম্পূরক হবে। আপনারা "বাংলা-ভারত" এর মজিলা ফায়ারফক্স পাতাটি [২] দেখলে আন্দাজ করতে পারবেন। কিছু লিংক সরাসরি সে দেশ ভিত্তিক দেয়া আছে।
ঘ) বাংলাদেশ সম্পর্কিত আরও লিংক জানা থাকলে উল্লেখ করুন বিবিধ ঘরে।
উপরে উল্লেখিত বিভাগ গুলোর জন্য আপনাদের সুচিন্তিত মতামত অতি শীঘ্রই প্রয়োজন।
পুনশ্চ: প্রাথমিক ভাবে করা অনুবাদে অনেক ভুল ত্রুটি আপনাদের চোখে পরবে। আমরা সেগুলো নিয়েও কাজ করবো।
[০] http://ftp.mozilla.org/pub/mozilla.org/firefox/nightly/latest-mozilla-1.9.1-l10n/
[১] http://rss.bdnews24.com/rss/bangla/home/rss.xml
[২] http://bn-in.www.mozilla.com/bn-IN/firefox/central/
আমরা http://www.ankur.org.bd
মূল লিঙ্ক
http://spreadsheets.google.com/viewform?formkey=cFhPY3pNZ1JqVDRqRjdLZEZzYm9pUFE6MA..
Comments